Khoborerchokh logo

টাকার বিনিময়ে কেশরহাট পৌর যুবলীগের আহবায়ক কমিটি গঠন,কমিটি বাতিলের দাবি নেতাকর্মীদের 344 0

Khoborerchokh logo

টাকার বিনিময়ে কেশরহাট পৌর যুবলীগের আহবায়ক কমিটি গঠন,কমিটি বাতিলের দাবি নেতাকর্মীদের

রনি আহমেদঃ
রাজশাহী মোহনপুর উপজেলা কেশরহাট পৌর যুবলীগের আহবায়ক কমিটি বাতিল ও বিলুপ্ত ঘোষণা করার দাবি জানিয়েছেন। পূর্বের কমিটির সভাপতি,সম্পাদকসহ ওয়ার্ডের নেতাকর্মীরা এক প্রতিবাদ সভার আয়োজন  করেছেন।
গত বৃহস্পতিবার (০৩ জুন) কেশরহাট উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে পূর্বের কমিটির পৌর যুবলীগের সভাপতি রোকমতজ্জামান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আব্দুস সাত্তারের পরিচালনায় 
নব গঠিত কেশরহাট পৌর যুবলীগের আহবায়ক কমিটি বাতিল ও বিলুপ্তের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
উক্তপ্রতিবাদ সভায় বক্তব্য দেন কেশরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সহ-সভাপতি কামরুজ্জামান রানা, কৃষকলীগের সভাপতি মকবুল হোসেন স্বর্ণকার,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকবর আলী প্রমুখ।
পূর্বের কেশরহাট পৌর যুবলীগের কমিটির সভাপতি রোকমতজ্জামান,সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বক্তব্যে বলেন, আমাদেরকে না জানিয়ে টাকার বিনিময়ে কমিটি বিলপ্ত করে গোপনভাবে নতুন করে পৌর যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 
বক্তারা বলেন,বর্তমান নতুন আহবায়ক কমিটির আহবায়কসহ অনেক সদস্য জামায়াত-বিএনপির পরিবারের সন্তান।পূর্বের কমিটির  যুবলীগের সহ-সভাপতি মহাসিন আলী তার বক্তব্যে বলেন,যুবলীগের নতুন কমিটির আহবায়ক আতিকুর রহমান একজন সুদের কারবারী। তিনি  বিএনপির পরিবারের সন্তান। তিনি কোনদিন দলীয় কাযক্রমের সাথে জড়িত ছিলেন না। হঠাৎ করে উড়ে এসে টাকার বিনিময়ে জুড়ে বসে। কেশরহাট পৌর যুবলীগের আহবায়ক কমিটির আহবায়ক হয়েছেন। 
যুগ্ন-আহ্বায়ক জামাল সরকারী চাকরী করে। তিনি কিভাবে রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতা হন ? বক্তারা আহবায়ক কমিটি বাতিল ও বিলুপ্তের দাবি করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিছেন।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com